এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে নাচোলে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক আয়োজন—“সফলতার গল্প, আগামীর নাচোল: কৃতি সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন-২০২৫”।
আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, বিকেল ৩টায় নাচোল উপজেলা অডিটোরিয়ামে।
এ আয়োজনে শুধুমাত্র নাচোল উপজেলার এসএসসি ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট ২০২৫ পর্যন্ত।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হবে। পাশাপাশি, থাকবে বিশেষ ক্যারিয়ার গাইডলাইন সেশন, যা তাদের ভবিষ্যৎ শিক্ষা ও পেশা জীবনে দিকনির্দেশনা প্রদান করবে বলে আয়োজকরা আশাবাদী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: