যুব সমাজই জাতির ভবিষ্যৎ, আর সেই যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজন করা হয় মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫। প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৮ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টায় বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উজ্জীবিত, প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন যেন গ্রামীণ জনপদে এক উৎসবমুখর আবহ তৈরি করে। বালিয়াডাঙ্গা ইউনিয়নজুড়ে বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি প্রমাণ করে, খেলাধুলা এখনো তরুণদের স্বপ্ন গড়ার অন্যতম হাতিয়ার হয়ে আছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জনাব মো. তবিউল ইসলাম (তারিক)। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুব সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধ শেখায়। বর্তমান সময়ে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার প্রসার অত্যন্ত জরুরি। যুবদল সবসময় গঠনমূলক কর্মকাণ্ডে যুবকদের পাশে ছিল, আছে এবং থাকবে। প্রতিটি অতিথি তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং যুবদলের এমন উদ্যোগকে স্বাগত জানান। বালিয়াডাঙ্গার মতো গ্রামীণ এলাকায় এই ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে যেমন সুস্থ বিনোদনের সুযোগ করে দেয়, তেমনি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. ইউসুফ আলী বিশ্বাস (মেম্বার), আহ্বায়ক, বালিয়াডাঙ্গা ইউনিয়ন যুবদল। তিনি বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা স্থানীয় তরুণদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখেছি, তা আমাদের ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। আগামী দিনে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে চাই, যাতে আরও বেশি যুবক এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ট্রফি, মেডেল ও সম্মাননাপত্র পেয়ে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দারা এ ধরণের উদ্যোগকে অব্যাহত রাখার আহ্বান জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু হেনা মো. আতাউল হক, সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদের, সমাজসেবক মাহবুবুর রহমান (মোহা), রাজনৈতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম (সোহেল), সেরাজুল ইসলাম, কেতাউল ইসলাম তিতু, খুরশেদা পারভীন (রিনি) ও আফিসুল ইসলাম বাবু, জেলা যুবদলের সদস্য লিটন আহমেদ, জেলা যুবদলের সদস্য ইব্রাহিম খলিল, জেলা যুবদলের সদস্য জুয়েল আজিম, মোহাম্মদ মুকুল, বাসিরুল,পান্না, জুয়েল আহমেদ, আব্দুল বারী, সুমনসহ প্রমুখ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: