[email protected] শনিবার, ৯ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

গোমস্তাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শুচি'র ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৫, ২২:২০

ছবিঃ আলোকিত গৌড়

জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গোমস্তাপুরে লিফলেট বিতরণ ও পথসভা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ শুচি।

শুক্রবার (০৮ আগষ্ট) বিকেল থেকে রাত পর্যন্ত গোমস্তাপুর উপজেলার বিভিন্ন জায়গায় ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছে তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সভাপতি, রফিকুল ইসলাম,
সাধারণ সম্পাদক, গোলাম রাব্বানী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ, নাচোল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি, এনামুল হক, সাধারণ সম্পাদক আলম, জেলা যুবদলের সদস্য ফয়সাল আহমেদ, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলেইমান আলী প্রমূখসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ শুচি বলেন।
জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে গোমস্তাপুরে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর