চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে দুর্বৃত্তদের দেওয়া হুমকি উপেক্ষা করে সমাবেশ পালন করেন যুব বিভাগ, বাংলাদেশ জামায়াত ইসলামী।
রবিবার (১০আগস্ট ) সন্তোষপুর বাজার হাই স্কুল মাঠে আলিনগর ও বাঙাবাড়ি যৌথ ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ পালিত হয়।
যুব বিভাগ, গোমস্তাপুর উপজেলা সভাপতি আব্দুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান।
তিনি বলেন, 'বাঙ্গাবাড়ী সন্তোষপুর ২য় গোপালগঞ্জ নয়, এটা চাঁপাইনবাবগন্জ। সুতরাং আপনারা প্রতিপক্ষ ভাববেন না, একসাথে সম্পর্ক বজায় রেখে বসবাস করবেন'।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গনি।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুব বিভাগের নেতৃবৃন্দ।
স্পষ্টত, গতকাল যুব বিভাগের সমাবেশকে কেন্দ্র করে দেওয়াল লেখনীর মাধ্যমে হুমকি দেন দুর্বৃত্তরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: