[email protected] সোমবার, ১১ আগস্ট ২০২৫
২৬ শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ২৩:২১

সংগৃহিত ছবি

গাজীপুরে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি ও টঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগষ্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তারা হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক কলমযোদ্ধা। দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করে আসছিলেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একজন সাংবাদিককে হত্যা মানে সত্য ও গণমাধ্যমের কণ্ঠরোধ করা। তারা হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা দিনরাত নিরলস পরিশ্রম করে দেশের সমস্যা ও অনিয়ম জনসমক্ষে তুলে ধরেন। কিন্তু এর বিনিময়ে যদি তাদের জীবন নিরাপদ না থাকে, তবে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। তাই সরকারকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তুহিন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, গাজীপুরে একদল দুর্বৃত্ত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করে। পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, গোলাম মোস্তফা মন্টু, শহীদুল হুদা অলক, হোসেন শাহনেওয়াজ, রফিকুল আলম, মনোয়ার হোসেন জুয়েল, জাকির হোসেনসহ স্থানীয় সংবাদকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তুহিন হত্যার বিচার বিলম্বিত হলে বা অপরাধীরা প্রভাব খাটিয়ে ছাড়া পেলে সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর