চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৯৬/২-এস সংলগ্ন স্থান দিয়ে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্প থেকে তাদের পুশ-ইন করা হয়। পরে চাঁনশিকারী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ ভেতরে তাদের আটক করে।
আটককৃতরা হলো— মো. বিল্লাল হোসেন (৩২, যশোর), বিষ্ণু বর্মণ (৩৪, টাঙ্গাইল), মো. রবিউল ইসলাম (৩০, কুমিল্লা), পিন্টু শেখ (৩০, খুলনা), মো. আনোয়ার হোসেন (৩৬, রংপুর), টিটু প্রামাণিক (৩০, লালমনিরহাট), মো. মেহেদী হাসান মুন্না (২৯, কুষ্টিয়া), মো. সেলিম (২৯, কুষ্টিয়া), মেহের আলী (৩২, রাজশাহী), মো. রহমত (৪০, পঞ্চগড়), মো. রুলাস (৩২, কুষ্টিয়া), মো. তহিল উদ্দিন সিকদার (৪০, ময়মনসিংহ) ও মো. মোশারফ আলী (২১, ঠাকুরগাঁও)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে—২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে জীবিকার সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানকার পুলিশ তাদের গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ সদস্যরা সীমান্ত পিলারের কাছে এনে বাংলাদেশে পুশ-ইন করে।
আটকদের পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: