[email protected] শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব হস্তান্তর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ২৩:১৬

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব হস্তান্তর ও বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। নবাগত তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান তার দপ্তরে যোগদানের পর বিদায়ী তত্ত্বাবধায়ক ডা. মোঃ মাসুদ পারভেজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তরের পর ফুল দিয়ে পরস্পরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দুই চিকিৎসক। পরে নবাগত তত্ত্বাবধায়ক হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সহযোগিতা কামনা করেন যেন তিনি নতুন কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন।

ডা. মুহাম্মদ মশিউর রহমান নাটোরে সিভিল সার্জনের দায়িত্ব পালনের পর স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার কয়রা গ্রামে।

অন্যদিকে, বিদায়ী তত্ত্বাবধায়ক ডা. মোঃ মাসুদ পারভেজ প্রায় সাড়ে তিন বছর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় দক্ষতা ও জনসেবায় সুনাম অর্জনের পাশাপাশি সকলের ভালোবাসা অর্জন করেন। বিদায় উপলক্ষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন।

বিদায় ভাষণে ডা. মাসুদ পারভেজ বলেন,

“চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। এ অঞ্চলের মাটি ও মানুষের মায়া মনের গভীরে স্থান পাবে। দূর থেকেও ভালোবাসা থাকবে নিরন্তর। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন।”

তিনি বর্তমানে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি হাসপাতালে যোগদান করবেন বলে জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মোঃ মোর্শেদ আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর