চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর বন্যার পানিতে ডুবে আরিয়ান (০৪) ও তাহমিদুর রহমান রিহান (০৭) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ আগষ্ট) দুপুর সোয়া তিনটার দিকে তাদের আত্নীয় স্বজন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মৃত আরিয়ান হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নং চরমহনপুর চকপাড়া এলাকার খোকনের ছেলে এবং তাহমিদুর রহমান রিহান হলেন একই এলাকার লিটনের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, মহানন্দা নদীর বন্যার পানিতে চকপাড়া এলাকার আংশিক অংশ ডুবে গেছে এবং স্থানীয় লোকজন সেখানে নিয়মিত গোসল করে। দুপুর আড়াই দিকে বাড়ির পাশের বন্যার পানিতে মাছ ধরতে ও গোসল যায় দুই চাচাতো আরিয়ান ও রিহান। তারা সেখানে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুনিরা জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসে তাদের স্বজনরা। তবে দুইজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়।
আরিয়ানের মা রোজিনা বেগম জানান, আমার ছেলে কখনো নদীতে গোসল করতে যায় না। আজকে তার চাচাতো ভাই তাকে ডেকে নিয়ে যায় এবং মাছ ধরতে গিয়ে তারা দুইজনই মারা গেছে। আমার সব কিছু শেষ হয়ে গেলো।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মহানন্দা নদীর বন্যার পানিতে ডুবে দুইজন শিশু মারা গেছেন। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং তারপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: