চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকার অসহায় বন্যার্তদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর শাখার আমির, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী ড. কেরামত আলী’র পরিকল্পনা ও বাস্তবায়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল হকসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: