[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

বিদেশি স্বার্থে দেশকে ব্যবহার বন্ধের দাবি, চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-শ্রমিক জনতার মানববন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ২০:২২

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চুক্তি ও বিদেশি স্বার্থবিরোধী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বকে ব্যবহার করে ভারত ও যুক্তরাষ্ট্র দেশকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাইছে। তারা বলেন, “ভারতের দালালি কিংবা আমেরিকার দালালি কোনোটিই বাংলাদেশে চলবে না।” দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মূল্যবোধ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচি থেকে ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—

আমেরিকার সঙ্গে স্বার্থবিরোধী গোপন বাণিজ্য চুক্তি রদ,

চট্টগ্রাম বন্দরের কৌশলগত হাব বিদেশীদের হাতে না দেয়া,

সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিকার,

স্টারলিংক ইন্টারনেট বন্ধ,

বিদেশি ক্ষতিকর খাদ্যপণ্য আমদানি বন্ধ,

সমকামিতা (এলজিবিটি) বৈধকরণ রোধ,

পতিতাদের রাষ্ট্রীয় ভাতা প্রদান বন্ধ,

নারী বিষয়ক বিতর্কিত সংস্কার প্রতিবেদন বাতিল।

বক্তারা আরও বলেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তে দেশের অর্থনীতি ও শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সংগঠিত করার ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুহম্মদ নুরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মুহম্মদ পারভেজ কবির, মুহম্মদ আল মামুন, মুহম্মদ আশিক, মুহম্মদ আব্দুল মালেকসহ শতাধিক ছাত্র-শ্রমিক ও জনতা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর