[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ২০:২৬

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বড়চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরশিদা খাতুন (৩০) ও তার ছেলে মুজাহিদ হোসেন (১০)।

স্থানীয়রা জানান, ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শক খেয়ে অচেতন হয়ে পড়েন মুরশিদা খাতুন। এসময় তাকে বাঁচাতে গেলে ছেলে মুজাহিদও বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুরশিদা বেগম ছাদে কাপড় তুলতে গিয়ে বিদ্যুতায়িত হলে ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করে। এতে দুজনেই মারা যান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর