[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০০ গাছ বিতরণ করেছে ফুলকুঁড়ি আসর

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ২২:৫৭

ছবি- আলোকিত গৌড়

“গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভরি”—এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ফুলকুঁড়ি আসর, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৭ আগষ্ট) শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

শিক্ষক ও অভিভাবকরা বলেন এটি আসলে প্রশংসনীয় একটি কাজ ফুলকুঁড়ি আসরকে অসংখ্য ধন্যবাদ, এই রকম একটি পরিবেশ বান্ধব কর্মসূচি পালন করার জন্য

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব চেতনা জাগ্রত হবে এবং তারা আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
ফুলকুঁড়ি আসরের নেতৃবৃন্দ জানান, মাসব্যাপী এই কর্মসূচিতে আরও বিভিন্ন স্থানে গাছ বিতরণ, বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

এই সময় উপস্থিত ছিলেন, ফুলকুড়ি আসরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার পরিচালক খালিদ হাসান, সহকারি পরিচালক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক জাবির আনাম সহ ফুলকুড়ি আসরের সদস্য বৃন্দ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর