[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ২২:৫৮

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন অনিয়ম ও সেবার মান নিয়ে ব্যাপক অনুসন্ধান চালানো হয়।

সোমবার ( ১৮ আগষ্ট ) বেলা ১২ টার সময় দুদকের একটি বিশেষ দল গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ উপস্থিত হয়। এ সময় রোগীর সেবা, চিকিৎসক উপস্থিতি, ওষুধ সরবরাহ, এবং প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন খাতে অনিয়ম আছে কি না তা খতিয়ে দেখা হয়।

অভিযানের খবরে স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেক রোগী ও স্বজনরা দুদক কর্মকর্তাদের কাছে অভিযোগও করেন। তারা জানান, চিকিৎসা সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া দরকার।

দুদক কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, প্রাথমিকভাবে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান স্বাস্থ্য খাতে অনিয়ম কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর