চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের এক আমবাগান থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক মহিলার( ৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগষ্ট ) রাত ৯ টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবরামপুর মৌজায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাদরুল ইসলামের আমবাগান থেকে এ মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় সংবাদের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: