[email protected] রবিবার, ২৪ আগস্ট ২০২৫
৯ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ৬ জন ভারতীয় নাগরিক আটক

জাহিদুর রহমান

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৯:১৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আটক করার পর যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

বুধবার (২০ আগষ্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—

মো. দানেশ (২৮),
মোসা. সোনালী বেগম (২৬),
মো. সাব্বির (৮),
মোসা. সুইটি বিবি (৩৩),
মো. কুরবান দেওয়ান (১৬) এবং
মো. ইমাম দেওয়ান (৬)।


চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিরা সবাই ভারতীয় নাগরিক। তারা কীভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে।

বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। তারা কোনো সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর