[email protected] রবিবার, ২৪ আগস্ট ২০২৫
৯ ভাদ্র ১৪৩২

বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে শত শত সরকারি গাছ লুটপাটের অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৯:১৮

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সরকারি রাস্তার শত শত গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের যাদুপুর সড়কের পাশে সারিবদ্ধভাবে থাকা আম, মেহগনি, নিমসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ কাটা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে সোমবার (১৮ আগস্ট) পর্যন্ত চলা এ অভিযানে দুই শতাধিক গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

বাসিন্দারা জানান, পল্লী বিদ্যুতের লাইন স্থাপনের জন্য কিছু শাখা-প্রশাখা কাটার কথা থাকলেও বাস্তবে চেয়ারম্যান আতাউল হক কমলের নির্দেশে এবং ০৮ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসানের তত্ত্বাবধানে অধিকাংশ গাছই কেটে ফেলা হয়। পরে এসব গাছ মেহেদী হাসানের বাড়ির সামনে জমা করা হয়। কয়েকদিনে আনুমানিক ৪০০ মনের বেশি কাঠ সরানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, “নির্বিচারে রাস্তার বড় বড় আম, মেহগনি ও নিমগাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। এটা সম্পূর্ণ লুটপাট। চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।”

যাদুপুর গ্রামের আরেক বাসিন্দা তরিকুল ইসলাম (ছদ্মনাম) বলেন, “জনগণের সম্পদ রক্ষার দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরাই সম্পদ লুটপাটে জড়াচ্ছেন। দিনের আলোয় প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও প্রশাসন নিরব।”

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মেহেদী হাসান জানান, তারা সড়কের গাছগুলোর ফল কিনেছিলেন এবং চেয়ারম্যানের নির্দেশে গাছ নিয়ে যাওয়া হয়েছে। তবে ফল কেনার সাথে গাছ কেটে নেওয়ার বৈধতা প্রসঙ্গে তিনি সদুত্তর দিতে পারেননি।

ইউপি চেয়ারম্যান আতাউল হক কমলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর