[email protected] রবিবার, ২৪ আগস্ট ২০২৫
৯ ভাদ্র ১৪৩২

শিবগঞ্জের বন্যার্তদের পাশে ড. কেরামত আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৯:২৪

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ও উজিরপুর ইউনিয়নের বন্যাকবলিত পদ্মার চর এলাকার সেতারা পাড়া, নিশি পাড়া ও দশ রশিয়ার অসহায় বন্যার্তদের খোঁজখবর নিতে এবং তাদের সহযোগিতার জন্য খাদ্য উপহার সামগ্রী নিয়ে ছুটে যান ড. মাওলানা কেরামত আলী।

শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর পরিকল্পনা ও বাস্তবায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় অসহায় বন্যার্তদের হাতে এসব খাদ্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাদিকুল ইসলাম, নায়েব আমির অধ্যাপক আব্দুল মান্নান (শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনোনীত প্রার্থী), শিবগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক ও মেয়র মনোনীত প্রার্থী আব্দুর রউফ, উজিরপুর ইউনিয়নের আমির ও চেয়ারম্যান মনোনীত প্রার্থী নাজির হোসেন, পাঁকা ইউনিয়নের আমির মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মনোনীত প্রার্থী ইসমাঈল হোসেনসহ জামায়াতে ইসলামী বিভিন্ন স্তরের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকবৃন্দ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর