[email protected] রবিবার, ২৪ আগস্ট ২০২৫
৯ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের উদ্যোগে বন্যা দুর্গতদের ঔষধ বিতরণ ও মেডিকেল ক্যাম্প

আসাদুল্লাহ

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ২২:৪৪

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে বন্যা দুর্গত এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পাঁকা, নারায়ণপুর ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় ২ হাজার পরিবারের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করা হয় এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক বন্যার্ত মানুষকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

আয়োজকরা জানান, বন্যার্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় তাদের এই কার্যক্রমের আয়োজন করা হয়।

ফ্রি ওষুধ বিতরণের চিত্র

আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংগঠনগুলো প্রায় ৩৫ জন সদস্য অংশগ্রহণ করে।

পুরো আয়োজনে সহযোগিতা করে শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মাহফুজ রায়হান, মেডিসিন বিশেষজ্ঞ ডা: আব্দুস সামাদ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর