[email protected] রবিবার, ২৪ আগস্ট ২০২৫
৯ ভাদ্র ১৪৩২

নাচোলে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আস্থা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫, ০৯:৩৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম সভাপতিত্বে ও আস্থা ফাউন্ডেশনের পরিচালক আলী আকবর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ওয়াহিদুজ্জামান, জাহাঙ্গীর আলম ও ডা. জহির রায়হান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী।

আলোচনা শেষে জিপিএ-৫ অর্জনকারী ১০৮ জন শিক্ষার্থীর মাঝে রজনীগন্ধা ফুল, ক্রেস্ট, প্যাড, কলম ও ক্যারিয়ার গাইড লাইন প্রদান করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর