রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত সাধারণ সভায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নূরুল ইসলাম বুলবুল।
আহ্বায়ক কমিটির সভাপতি এড. ইব্রাহীম খলিল সভায় ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জননেতা নূরুল ইসলাম বুলবুল (সদর) এবং সাধারণ সম্পাদক হয়েছেন এড. মারুফুল ইসলাম (গোমস্তাপুর)।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এড. দেলোয়ার হোসেন (শিবগঞ্জ), এড. ইব্রাহিম খলিল (নাচোল), মাস্টার দুরুল হুদা ও ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (শিবগঞ্জ)। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াহিদ আল হাসান (সদর), আহসান হাবিব (শিবগঞ্জ) ও আশফাকুল আশেকীন (সদর)।
বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, অর্থ সম্পাদক মাহফুজ আলম, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুম, যুব ও ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম রাজু, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান, আইন সম্পাদক এড. ফাতহুল বারী, স্বাস্থসেবা সম্পাদক মুস্তাফিজ বাবু, প্রকাশনা সম্পাদক মাসুম রেজা, প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল বাশির, উন্নয়ন সম্পাদক ইঞ্জি. আহমদ আলী সুমন, সাংস্কৃতিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মাসুম, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আল আরাফাত হোসেন।
এছাড়া আটজনকে নির্বাহী সদস্য ও নয়জন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে।
সভায় নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম বুলবুল বলেন, “চাঁপাইনবাবগঞ্জকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে একটি স্বনির্ভর জেলায় রূপ দিতে হবে। ঢাকায় আগত স্বল্প আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থাও ফোরামের অগ্রাধিকার হবে।”
বিশেষ অতিথি এড. দেলোয়ার হোসেন বলেন, “ফোরামের শক্তি বাড়াতে নেটওয়ার্কিংয়ের বিকল্প নেই। ঢাকাস্থ সব চাঁপাইনবাবগঞ্জবাসীকে সম্পৃক্ত করাই হবে আমাদের সফলতা।”
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: