[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

আন নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ২০:২১

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশুদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে আন নাসিহা ফাউন্ডেশন।

বুধবার (২৭ আগষ্ট) বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শতাধিক শিশুর হাতে খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ ইনজামাম উল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের,সাধারণ সম্পাদক,মোঃ মেহেদি হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন আন নাসিহা ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ট্রাষ্টী, বাংলাদেশ সূপ্রীম কোর্ট ও চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ মোঃ নূরে আলম সিদ্দিকী (আসাদ), আন নাসিহা ফাউন্ডেশনের পিআরও কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বিতরণের সময় আলোচকবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি প্রতিটি শিশু শিক্ষার অধিকার রাখে। আর্থিক অভাব বা সামাজিক অবস্থানের কারণে কোনো শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।”

“শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের নয়, বরং একটি সমাজ ও জাতির উন্নয়নেরও মূল চাবিকাঠি। তাই এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

উপকরণ পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। অভিভাবকরাও এই উদ্যোগে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আন নাসিহা ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, ভবিষ্যতেও তারা সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর