[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

অল্প সময়েই ভোলাহাটবাসীর আস্থা অর্জন করেছেন ইউএনও মনিরুজ্জামান

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ২০:২৩

ছবি-সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত ও দীর্ঘদিন অবহেলিত উপজেলা ভোলাহাটে যোগদানের পর থেকেই নানা উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক উদ্যোগে আলোচনায় এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। তাঁর আন্তরিকতা ও জনবান্ধব পদক্ষেপে খুশি সাধারণ মানুষ।

বিগত দিনে ভোলাহাটে সরকারি বরাদ্দ থাকলেও উন্নয়নের ছোঁয়া তেমন চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অনেকেই বঞ্চিত থেকেছেন। সরকারি সেবার জন্য প্রভাবশালী মহলের খরচ মেটাতে হতো বলেও অভিযোগ ছিলো সাধারণ মানুষের।

তবে চলতি বছরের ৮ মে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভোলাহাটে চিত্র পাল্টাতে শুরু করেছেন ইউএনও মোঃ মনিরুজ্জামান। যোগ্যতার ভিত্তিতে যাচাই-বাছাই করে তিনি বিনামূল্যে সরকারি সেবা ও সহায়তা প্রদান শুরু করেন। পাশাপাশি রাস্তাঘাট সংস্কার, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে উৎসাহ দেওয়া, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নজরদারি এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

ইতোমধ্যেই উপজেলার উপকারভোগীরা V.W.B শিশুমাতা কার্ড বিনামূল্যে পাচ্ছেন, সুরনপুর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করে রাস্তা সংস্কার করা হয়েছে, কলেজ মোড় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। এ ছাড়া অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং চিকিৎসা খাতের উন্নয়নমূলক পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী বলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এসে থেকেই দেখছি ভোলাহাটে অনেক উন্নয়ন মূলক কাজে হাত দিয়েছে যা নিয়ে খুশি ভোলাহাটের সর্বস্তরের মানুষ।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ভোলাহাটে অনেক উপজেলা নির্বাহী অফিসার এসেছে তবে কেউই সেরকম উন্নয়ন মূলক কাজ করেনি কিন্তু এবার মোঃ মনিরুজ্জামান স্যার এসে আমাদের উপজেলার যথেষ্ট কাজ করছেন এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষের সমস্যার কথা শুনছেন এবং তা নিরসনে চেষ্টা করছেন তাছাড়া রাস্তা ঘাট সংস্কার সহ সকল বিষয়ে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন।

নিজের দায়িত্ব ও দর্শন প্রসঙ্গে ইউএনও মোঃ মনিরুজ্জামান বলেন, “যে উপজেলাতেই কাজ করি না কেন, আমার চেষ্টা থাকে সাধারণ মানুষকে তাঁদের প্রাপ্য সেবা নিশ্চিত করা। আমরা সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের জন্য কাজ করি, মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব। ভোলাহাটে এসে চেষ্টা করছি এখানকার মানুষের জন্য উন্নয়নমূলক কিছু করতে। আমার দরজা সবসময় সাধারণ মানুষের জন্য খোলা।”

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর