চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রোগীদের সুবিধার্থে হুইলচেয়ার ও বিদ্যুতিক ফ্যান হস্তান্তর করা হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার আমীর ও পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম এ উদ্যোগ গ্রহণ করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ২টি হুইলচেয়ার ও ৫টি বিদ্যুতিক সিলিং ফ্যান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমানের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার নায়েবে আমীর ডা. মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রমের মাধ্যমে নাচোল মেডিকেলে চিকিৎসা নিতে আসা সাধারণ ও অসহায় রোগীরা উপকৃত হবেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: