চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ সিপিসি-১ ও র্যাব-৪ সিপিসি-৩ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিজানুর রহমান মিজান (৪৫) গ্রেফতার হয়েছেন।
র্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজান শিবগঞ্জ উপজেলার বিনোদপুর আড়াইমারী গ্রামের মৃত মোঃ মাহিজ উদ্দিনের ছেলে।
সূত্র জানায়, ২০১৬ সালে রাজশাহী জেলার বাঘা থানায় মিজানের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় মামলা হয়। মামলার পর থেকে তিনি ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।
পরবর্তীতে আদালতে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর পর থেকেই তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন।
র্যাব জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি শেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত মিজানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: