[email protected] রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

‘অভাব ঘোচাতে গিয়েছিলেন মালয়েশিয়ায়’—সড়ক দুর্ঘটনায় নিভে গেলো দুই পরিবারের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই রেমিট্যান্সযোদ্ধা মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ গ্রামে ফিরেছে। রোববার সকালে উপজেলার নিজ গ্রামে লাশবাহী গাড়ি পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা-লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান গোপালনগরের তুহিন আলী ও নসিবন্দিনগরের শামীম রেজা। তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থেকে একটি পাম বাগানে কাজ করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, মরদেহ সকালে নিজ গ্রামের বাড়িতে পৌঁছার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

স্বজনরা জানায়, গত ৩১ আগস্ট বিকালে কাজ শেষ করে পিকআপযোগে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর