[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় হেফজুল মাদ্রাসা বনাম চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক শাখা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় হেফজুল মাদ্রাসা জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শিবির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। এছাড়া শহরের বাইতুলমাল সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৩,০০০ টাকা এবং রানার্সআপ দলকে ২,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর