জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত 'বইপাঠ প্রতিযোগিতা-২০২৫' এর পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজে প্রথম থেকে দশম স্থান অর্জনকারীর মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার অফিস সম্পাদক ইকবাল হোসেন এবং নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
'বইপাঠ প্রতিযোগিতায়-২০২৫' এ প্রথম স্থান অর্জন করেন দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: ফরহাদুজ্জামান। দ্বিতীয় স্থান অধিকার করেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: হাসান আলী এবং তৃতীয় স্থান অর্জন করেন দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার সার্থক।
এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন যথাক্রমে মো: জাইদুল ইসলাম (বাংলা বিভাগ), মো: আল-আমিন (বাংলা বিভাগ), মোসা: শাহনাজ আজহার (দ্বাদশ বিজ্ঞান), মোসা: কারিমা খাতুন (ইংরেজি বিভাগ), মো: আব্দুর রহমান (দ্বাদশ শ্রেণি), মো: আব্দুল্লাহ (দ্বাদশ শ্রেণি), এবং মোসা: নার্গিস সুলতানা (বাংলা বিভাগ)।
আয়োজকরা জানান, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইপাঠের বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠাভ্যাসে আগ্রহ বাড়াতে নিয়মিতভাবেই বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উল্লেখ্য গত ২৯-০৭-২০২৫ (মঙ্গলবার) সকাল ১১টায় শহীদ মুনিমুল হক ভবনের ৫২০২ নাম্বার কক্ষে বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: