“মেয়ে যদি শিক্ষিত হয়, পুরো জাতি আলোকিত হয়” এ স্লোগানকে সামনে রেখে নিরক্ষরতা দূরীকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে আন নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পৌরসভার ১নং ওয়ার্ডের মহাডাঙ্গায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন নাসিহা ফাউন্ডেশনের পিআরও মো: সেলিম রেজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মুহা. ইসাহাক।
বিশেষ অতিথি ছিলেন আন নাসিহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ।
এইসময় বক্তারা বলেন, বাল্যবিবাহ মেয়েদের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলে। তাই এর বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে সমাজের সবাইকে সচেতন হতে হবে।
কন্যাশিশুরা যদি পড়াশোনা শেষ করতে পারে, তবে তারা শুধু নিজের পরিবার নয়, পুরো জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরক্ষরতার কারণে অনেক পরিবার বাল্যবিবাহের মতো কুসংস্কারে জড়িয়ে পড়ে। তাই প্রত্যেককে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: