চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বেগম মহসীন ফাজিল মাদরাসা চত্বরে পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহ্ ইয়া খালেদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম।
এসময় উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ দুই শতাধিক অস্বচ্ছল ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: