[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৮ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধন, জয় দিয়ে যাত্রা শিবগঞ্জের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪২

ছবি- আলোকিত গৌড়

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নতুন জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: রেজাউল করিম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আফাজ উদ্দিন।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে শিবগঞ্জ উপজেলা ও সদর উপজেলা। উত্তেজনাপূর্ণ এই খেলায় শিবগঞ্জ উপজেলা ২০ গোলে সদর উপজেলাকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা বিকশিত হবে এবং গড়ে উঠবে সুস্থ সমাজ।

টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলা দল অংশ নিচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর