বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার উদ্যোগে ভোট সেন্টার মহিলা দায়িত্বশীলাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় শহীদ সাটু হলে এ সমাবেশে প্রায় ৮০০ প্রতিনিধি অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান, মাওলানা ওমর ফারুক, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ।
বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে প্রতিটি ভোট সেন্টারকে শক্তিশালী করতে হবে। এ জন্য দায়িত্বশীল বোনদের আন্তরিকতা, সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। ভোটকেন্দ্র হলো নির্বাচন পরিচালনার মূল ভিত্তি। তাই সেন্টারভিত্তিক সংগঠন সুসংগঠিত হলে জামায়াতে ইসলামী বিজয়ী হবে। সেই বিজয় হবে জনগণের।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: