চাঁপাইনবাবগঞ্জে সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সিটি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) নবাবগঞ্জ সিটি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নবাবগঞ্জ সিটি কলেজ গভার্নিং বডির সভাপতি অধ্যাপক লতিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ, আলোকিত গৌড়ের প্রকাশক এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো: তরিকুল আলম সিদ্দিকী।
এইসময় বক্তারা বলেন, কলেজ জীবনের সূচনা একটি নতুন অধ্যায়ের শুরু। একাগ্রতা, শৃঙ্খলা ও সৎ প্রয়াসের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, সমাজ ও দেশেরও আলোকবর্তিকা হয়ে উঠতে পারে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: