[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের পদোন্নতি

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মোঃ আব্দুস সামাদ ছাড়াও আরও দুই জেলা প্রশাসক যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁরা হলেন—কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন এবং মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মোঃ আব্দুস সামাদ প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন ও জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর