[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়িকে দাফনে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ফতেপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের মো. সাদেক আলীর ছেলে। তিনি রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আজাদের ফুফু শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে তিনি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে ফতেপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক ও একটি ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

হঠাৎ এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর