[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে আল-হেরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৬

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা হরিপুর বোর্ড ঘর জামে মসজিদে আল-হেরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এশার নামাজের পর শুরু হওয়া উদ্বোধনী ক্লাসের মাধ্যমে কার্যক্রমের ১৩তম ব্যাচ যাত্রা শুরু করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-হেরা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মো. ইসমোতুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, বিশিষ্ট আইনজীবী অ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ, পৌরসভা নায়েবে আমীর অ্যাড. শফিক এনায়েতুল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নজরুল ইসলাম এবং বোর্ড ঘর জামে মসজিদের সেক্রেটারি মো. মফিজ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, কুরআন শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

কুরআন শিক্ষা কার্যক্রম প্রায় ৭০ জন শিক্ষার্থী ফ্রী কুরআন প্রশিক্ষণ গ্রহন করবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর