[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
১ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি ছাত্র আন্দোলনের লাল অঙ্গীকার কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি ছাত্র আন্দোলনের উদ্যোগে লাল অঙ্গীকার কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক প্রাঙ্গন থেকে কর্মসূচি শুরু হয়ে বাঁতেনখার মোড়, শান্তিমোড় হয়ে বারঘোরিয়া রাইফেল চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির সম্মিলিত পুস্তিকা আগুন দিয়ে প্রতীকী প্রতিবাদ জানায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীল-নকশার অংশ হিসেবেই এই ৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর প্রতিবাদে এবং কারিগরি ছাত্র আন্দোলন,বাংলাদেশ কর্তৃক ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা লাল অঙ্গীকার কর্মসূচি পালন করছে।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন,
"তুমি কে, আমি কে-ডিপ্লোমা ইঞ্জিনিয়ার”
“১৩ এর হাতিয়ার-গর্জে উঠুক আরেকবার”
“একটা একটা বুয়েট ধর-ডিপ্লোমাতে ভর্তি কর”
“কে বলেছে ডিব্বা-আমরা তাদের আব্বা”
এইসময় আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, একদল মেধাবী আগেও আমাদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, এখনো আমাদের রক্ত নিয়ে তারা পায়তারা শুরু করেছে। আমরা বলতে চাই, আমাদের রক্তের পরীক্ষা নেবেন না, আমাদের রক্তের অভাব নেই। যত ষড়যন্ত্র করবেন, আপনারা মুখ কালো করে ফিরবেন। যে ৩ দফা দাবি তারা তুলেছে, তার একটিও যদি মানা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

লাল-কর্মসূচি আন্দোলনের নেতৃত্ব দেন, মো: রিপন আলী, মাসুম বিল্লাহ, আব্দুর রাহিম, মাহবুবুর রহমান সজিব।

কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর