[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
১ আশ্বিন ১৪৩২

শিবগঞ্জে মুদি ব্যবসায়ী সানি আহম্মেদ অপহরণের ঘটনায় গ্রেফতার ৫

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোঃ সানি আহম্মেদ (২৫) নামের এক মুদি ব্যবসায়ীকে অপহরণের তিন ঘণ্টা পর পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত পাঁচ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বন্ধু দুলাল বাবু (২৯) ও সোহেল রানা (২৭)-এর সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সানি আহম্মেদ। রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ী ফিল্ড বাজার মোড়ে পৌঁছালে ৮-৯ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এসময় জোরপূর্বক সানি আহম্মেদকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

তার দুই বন্ধু দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একই রাত ১২টা ৩০ মিনিটের দিকে মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। এসময় অপহরণে জড়িত পাঁচ জনকে মাইক্রোবাসসহ আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—
১। মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান
২। মোঃ মোয়াজ্জেম হোসেন (২৫), পিতা-মোঃ নাসির উদ্দিন
৩। মোঃ আল আমিন (২২), পিতা-মোঃ আঃ মালেক
৪। মোঃ রাজু (২৩), পিতা-মৃত নাজেল
৫। মোঃ রাজু হোসেন (২৪), পিতা-মোঃ রবিউল ইসলাম

তাদের সবার বাড়ি শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকায়। তাদের সাথে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-২৫০০) জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধারের টাকা পরিশোধ নিয়ে বিরোধের জের ধরেই এ অপহরণ ঘটনা ঘটে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর