[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

জেলা ও দায়রা জজ মোঃ আদীব আলীর বিদায়ী সংবর্ধনা

মাহমুদুল তুষার

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:২২
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৯

জেলা ও দায়রা জজ মোঃ আদীব আলীর বিদায়ী সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আদীব আলীর বদলী জনিত বিদায়ী সংবর্ধনার আয়োজন করে ইউআইটিএস ও এনইউবি লয়ার্স এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ 'ল' ক্লাব।

আজ (মঙ্গলবার) দুপুর ৩ ঘটিকায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলার আইনজীবীগণ বিদায়ী জেলা ও দায়রা জজ জনাব আদীব আলীর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

এ্যাড. মাসির আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম ও নির্মলেন্দু দাস এবং অন্যান্য আইনজীবীগণ। এতে বক্তব্য রাখেন এ্যাড.রমজান আলী, এ্যাড.নূরে আলম সিদ্দিকী আসাদ, এ্যাড.শফিক এনায়েতুল্লাহ, এ্যাড.রাসেল আহমেদ রনি, এ্যাড.জাকির হোসেন, এ্যাড.ফরহাদ হোসেন, এ্যাড.মোল্লা হাসান শরিফ, এ্যাড.আশিক ইকবাল সুজন, এ্যাড.আবুল কালাম আজাদ, এ্যাড.আনোয়ার সাদাত অনতুসহ অন্যান্য আইনজীবীগণ।

উক্ত অনুষ্ঠানে আইনজীবীগণ তাদের বক্তব্যে জনাব আদীব আলীর সম্পর্কে বলেন, তিনি সবসময় আইনজীবীদের সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। তিনি কখনো কোন সাক্ষী উপস্থিত হলে তাকে ফেরত পাঠাননি এবং অনেক কঠিন ও দীর্ঘমেয়াদি মামলাগুলো সমাধান করার চেষ্টা করেন।

আইনজীবীরা আরোও বলেন, তিনি শিশুসুলভ আচরণের মতো ব্যক্তি ছিলেন। বক্তব্যের শেষে সকলেই উনার উত্তরোত্তর মঙ্গলকামনা করেন।

মোঃ আদীব আলী তার বিদায়ী বক্তব্যে সিনিয়রদের চেয়ে জুনিয়রদের আগামীতে সবদিক থেকেই অগ্রসর হওয়ার আহ্বান জানান। তিনি জুনিয়দের আইনি বিষয়ে ব্যাপক পড়াশোনা করা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর