চাঁপাইনবাবগঞ্জে ৭ দফা দাবিতে আন্দোলন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে অবস্থান নিয়ে তারা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে।
এসময় সড়কে সব ধরনের যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকে। ফলে সেতু ও মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংগ্রহ পরিষদের যুগ্ম সম্পাদক আব্দুর রাহিম, ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রতিনিধি মাহাবুব রানা সজিব, রিপন আলী, আপেল মাহমুদ, আল মামুন ও রিফাতসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বৈষম্য নিরসন না হলে এবং অযৌক্তিক দাবি প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: