[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২

রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে বাখোরের গুলি ও চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব এর নেতৃত্বে উক্ত ইউনিয়নের আদিবাসী পল্লী থেকে বাখোরের গুলি ও চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে দুই ঘন্টা ব্যাপী আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে, ১৫০ লিটার চোলাই মদ তৈরির কাঁচা মাল গাধ, বাখোরের গুলি ৫শত টি,পাতিল৫ টি, গ্যাস সিলিন্ডার ১টি,গ্যাস চুলা ১ টি,মাটির পাতিল ২ টি, বালতি ৬ টি, ও ৩ টি বড় ঢোপ উদ্ধার করা হয়। ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনিরুজ্জানান সোহরাব জানান জনসার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং আমার ইউনিয়ন কে ১০০ ভাগ মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চাই।

তিনি আরও বলেন,চোলাই মদ তৈরির উপকরণগুলো উদ্ধার করে, গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত ওসি ওয়াদূদ আলম জানান, মদ তৈরির কাঁচামাল গুলো উদ্ধার করা হয়েছে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর