[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গোমস্তাপুর রহনপুরে শহীদদের স্মরণে ”শহীদি মার্চ” পালিত

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৪
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৯

ছবি: আলোকিত গৌড়

আজ ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার গণঅভ্যুত্থানের একমাস পূর্ন হওয়ায় শহীদদের স্মরণে শহীদি মার্চ পালন করেন রহনপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট ছাত্র জনতা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট কয়েকজন ছাত্রনেতা তথা মমিন, রিদয়,রিফাত,তন্ময়,দুলাল, আলমগীর,মারুফ,জুলকার সহ আরো বেশ কয়েকজনের নেতৃত্বে মিছিলটি বের হয়।
আজ বিকেল ৫ টাই মিছিলটি রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ হতে শুরু হয়ে উপজেলা হয়ে ষ্টেশন বাজারে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভার বক্তব্যে - যারা স্বৈরাচার কায়েম করেন তাদের পতন ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মাধ্যমেই হয় এবং তা থেকে আমাদের থেকে শিক্ষা গ্রহন করা উচিত। যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে,তাদের বিন্দুমাত্র ছাড় দেওয় হবে না। যেসব ভাইয়েরা দেশ ও জাতির কল্যানে মৃত্যুবরণ করেন তারা অবশ্যই শহীদ ও তাদের মর্যাদা অনেক।
পরিশেষে, ভবিষ্যতে কেউ স্বৈরাচারীতার দৃষ্টতা দেখালে তা ছাত্র সমাজ কঠোরভাবে দমন করবে এই উদাত্ত আহ্বান জানিয়ে ও দোয়ার মাধ্যমে পথসভা শেষ হয়।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর