গত ০১ সেপ্টেম্বর রবিবার আজাইপুর এলাকায় চলতি পথে ব্যাগ থেকে কাগজপত্র গুলো হারিয়ে যাওয়া গেছে। বিগত দুইদিন যাবত খোঁজাখুঁজির পর না পাওয়ায় আজ (০৪ সেপ্টেম্বর) এই মর্মে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। যার ট্র্যাকিং নং - 5FOMWO. এবং জিডি নং - ২৩২।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর এলাকায় আদিব আকতার সাফাত নামের এক শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে গেছে।
গত ০১ সেপ্টেম্বর রবিবার আজাইপুর এলাকায় চলতি পথে ব্যাগ থেকে কাগজপত্র গুলো হারিয়ে যাওয়া গেছে। বিগত দুইদিন যাবত খোঁজাখুঁজির পর না পাওয়ায় আজ (০৪ সেপ্টেম্বর) এই মর্মে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। যার ট্র্যাকিং নং - 5FOMWO. এবং জিডি নং - ২৩২।
আদিব আকতার সাফাত পৌরসভার ১৪ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার বাবুল হাসনাত দুরুল ও আকতারা জামান লাকীর সন্তান।
আদিব জানায়, গত ০১ সেপ্টেম্বর আজাইপুর এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে ব্যাগ থেকে পড়ে যায়। পরে সে বাসায় গিয়ে কাগজ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বিগত দুইদিন যাবত খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় তা সাধারণ ডায়েরিভুক্ত করে।
যদি কেউ সেই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট কেউ পেয়ে থাকেন তাহলে প্রদত্ত (০১৭৬৭৮৬০৮০৯) নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান আদিব আকতার সাফাত এর মা।
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: