চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো চত্বরে সমাবেশে মিলিত হয়।
উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমীর ডা. মিজানুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ইয়াহ্ইয়া খালেদ, মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম, সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও পৌর নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মিজানুর রহমান বলেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকার পতিত হয়ে শেখ হাসিনা পালিয়ে যায়। এরপর ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। তিনি দাবি করেন, জনগণের ৮০ শতাংশ পিআর ব্যবস্থার পক্ষে সমর্থন জানিয়েছে। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়া জরুরি।
তিনি বলেন, “জনগণ যদি পিআর মেনে নেয়, তাহলে আপনাদেরও মানতে হবে। আর রায় যদি পিআরের বিপক্ষে যায়, তাহলে আমরা মেনে নেবো না। কিন্তু তারা গণভোটকে ভয় পাচ্ছে।”
ডা. মিজানুর রহমান আরও বলেন, পিআর ব্যবস্থায় জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে কালো টাকা ও পেশীশক্তিমুক্ত একটি মানসম্পন্ন সংসদ এবং সরকার গঠন সম্ভব, যা কোনো দলের ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ রোধ করবে। তাই এ ব্যবস্থাকে ঠেকাতেই ষড়যন্ত্র চলছে।
তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার আহ্বান জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: