[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ভোলাহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ভোলাহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল (ছবি- আলোকিত গৌড়)

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মো. শামসুজ্জামান অলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নায়েবে আমীর মো. লোকমান আলী, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আবদুল্লাহসহ অন্যরা।

বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর