জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনালে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। ফাইনালে তারা শিবগঞ্জ উপজেলাকে ৪-১ গোলে পরাজিত করে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ ছিল। হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উৎসবে পরিণত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দলের পক্ষে আব্দুল আহাদ পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য সদর উপজেলার আব্দুস সামাদ ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ ও ‘ম্যান অফ দ্যা টুর্নামেন্ট’ পুরস্কার পান। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা দলের গোলরক্ষক আরিয়ান ‘সেরা গোলরক্ষক’ নিজের দখলে নেন।
ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এবং চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসার ডাঃ এ. কে. এম. শাহাব উদ্দীন।
দর্শকদের মতে, দীর্ঘদিন পর জেলা স্টেডিয়ামে এমন প্রাণবন্ত পরিবেশ ও মানসম্মত ফুটবল উপহার দিয়েছে এই টুর্নামেন্ট।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: