মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের অভিযানে ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে ভোলাহাট থানার কলেজ মোড় বাজার গ্রামস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মো. শুভ মিয়া (২৬)। তিনি ভোলাহাট থানার কলেজ মোড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ৭ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম গাঁজা ও নগদ ২৫ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ভোলাহাট থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার নং– ০৮, তারিখ– ২৬/০৯/২৫।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: