[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে এনডিএফের উদ্যোগে হৃদরোগ বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে হৃদরোগ ও হৃদযন্ত্র বিকল (Heart Failure) বিষয়ক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৬সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চাঁপাই ফুড ক্লাবে এ সেমিনারের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস’ ফোরাম (এনডিএফ), চাঁপাইনবাবগঞ্জ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মো: রইস উদ্দিন, পরিচালক ও প্রধান পরামর্শক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী।


সেমিনারে সভাপতিত্ব করেন ডা. এ.কে. মহিউদ্দিন, সভাপতি, ন্যাশনাল ডক্টরস’ ফোরাম (এনডিএফ), চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন ডা. এ.কে.এম. শিহাব উদ্দিন, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ এবং ডা. মো. মশিউর রহমান, সুপারিনটেনডেন্ট, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ।


মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. একেএম রেজওয়ানুল ইসলাম, সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, রাজশাহী। এছাড়া বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন ডা. মো. ওমর ফারুক, প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি), ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ এবং ডা. মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক, ন্যাশনাল ডক্টরস’ ফোরাম (এনডিএফ), চাঁপাইনবাবগঞ্জ।


সেমিনারে চিকিৎসকরা হৃদরোগ প্রতিরোধ, চিকিৎসা পদ্ধতি ও আধুনিক প্রযুক্তি নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করে এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসি আই) লিমিটেড।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর