[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৫

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের মৃত সাইদুর রহমান এর ছেলে শফিকুল ইসলাম (রবু ৬৭,) বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলা রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকার দোহাইলা বিলে মাছ ধরার জন্য যায়। শফিকুল ইসলাম (রবু ৬৭), কিন্তু বাড়িতে ফিরে না আসলে তার ছেলে মেয়েরা অনেক খোঁজাখোজির এক পর্যায়ে দোহাইলা বিলে গিয়ে ও দেখতে না পেয়ে সন্দেহ হলে তার ভাই, ছেলে ও এলাকার লোকজন পানিতে নেমে টানা/কাপা জাল দিয়ে খোঁজাখুজির পরেও রাত হয়ে যাওয়ায় সবাই বাড়ীতে ফিরে আসেন। পরের দিন শনিবার সকাল সাতটার দিকে আবার সবাই মিলে বিলে গিয়ে পানিতে নেমে কাপা জাল দিয়ে খোঁজখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে শফিকুল ইসলাম (রবু৬৭), কে কাপা জাল দিয়ে পানির থেকে মৃত অবস্থায় খুজে পায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদূদ আলম জানান, ধারনা করা হচ্ছে গত শুক্রবার রাত দশটা থেকে পরের দিন সকাল সাতটার মধ্যে যে কোন সময় শফিকুল ইসলাম (রবু ৬৭), দোহাইলা বিলে মাছ ধারার সময় বয়স বেশী হওয়ায় হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে পানির মধ্যে পরে ডুবে মারা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর