[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের আইডি ও মেডিকেল কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫

ছবি- আলোকিত গৌড়

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় “ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আইডি কার্ড ও মেডিকেল কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মাদ্রাসা মাঠে সুবিধাভোগী শ্রমিকদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন বালিয়াডাঙ্গা ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা উপদেষ্টা অধ্যাপক আবু বকর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, সদর উপজেলা উপদেষ্টা হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলা সেক্রেটারি মো. সামিউল হক প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, শ্রমিকরা দেশের চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই উদ্যোগ শ্রমজীবী মানুষকে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর