‘বন্ধ হলে দূর্ণীতি, উন্নয়নে আসবে গতি’ শ্লোগানে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। গত রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সোনামসজিদ আমদানী-রফতানিকারক গ্রুপের আয়োজনে এ সকল কর্মসূচী পালন করা হয়।
এ সময় আমদানী-রফতানিকারক গ্রুপের পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. মামুনুর রশীদ। তিনি বলেন, রাজস্ব আদায়ের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরটি দ্বিতীয় হলেও ২০০৬ সালে বন্দরটি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত বিওটি'র শর্ত মোতাবেক বন্দরের অভ্যন্তরে অবকাঠামো উন্নয়ন কাজ শেষ করতে পারেনি পানামা পোর্ট লিংক লিমিটেড। এছাড়া ফোর্ক লিফট, ক্রেন, রেকার, হেভিওয়েট স্কেলের মতো পূর্ণ সক্ষমতার লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করতে পারেনি পানামা। ফলে তাদের স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনায় আমদানী-রফতানিকারকরা একদিকে যেমন আমদানীকৃত পণ্য খালাসে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকারি রাজস্ব আদায় লক্ষমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। আর তাই পানামা পোর্ট অপারেটরের যাবতীয় বিল ব্যাংক বুথে ট্রেজারী চালানের মাধ্যমে সরকার নির্ধারিত একাউন্টে জমা প্রদাণ, পানামার অভ্যন্তরীণ পরিধি বৃদ্ধি, লোড-আনলোডে নতুন অবকাঠামো নির্মাণ এবং পানামার অভ্যন্তরে পণ্যবাহি ট্রাক থেকে বিভিন্ন কৌশলে চাঁদাবাজি বন্ধের দাবী জানান ব্যবসায়ীরা।
এর আগে ব্যবসায়ীরা জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মধ্যবাজার এলাকায় অবস্থিত আমদানী রফতানিকারক গ্রুপের অফিসের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে পানামা পোর্ট লিংক লিমিটেডের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল মদিনা ট্রেডিং এর স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন, জোহরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূর আমিন, আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল, জেএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাসিমসহ সোনামসজিদ আমদানী রফতানিকারক গ্রুপের সদস্যবৃন্দ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: